ট্রাফিক আইন অমান্য করায় এসআই প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৫ আগস্ট ২০১৮

ট্রাফিক আইন অমান্য করার অপরাধে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোকারম হোসেনকে সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশে লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার দুপুরে সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার টুটুল চক্রবর্তী তথ্য জানান।

পুলিশ সুপার জানান, দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে শহরে র‌্যালি বের করার প্রস্তুতি চলছিল। এমন সময় এসআাই মোকারম হোসেন হেলমেট ছাড়া মোটরসাইকেলযোগে সেখান দিয়ে যাবার সময় তার গতিরোধ করে তাৎক্ষণিক তাকে থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।