লামায় নৌকাডুবিতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বান্দরবানের লামা উপজেলায় ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ তিনজনের মধ্যে লুলেক ম্রো (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার ফাইতং ইউনিয়নের চিংকক পাড়ার বাসিন্দা।
সোমবার সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার হেমব্রন পাড়ার একটি ঘাট থেকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে জেলেরা নদীতে মাছ ধরতে গেলে লুলেক ম্রোর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
এদিকে লামা সদর ইউনিয়নের নতুন লাইল্যাপাড়ার বাসিন্দা পয়েন ম্রোর ছেলে মেনপ্রে মুরুং (৩৫), তাউপাড়ার বাসিন্দা চিংক্রাত ম্রোর ছেলে রেংপং ম্রোকে (৪০) এখনও উদ্ধার করা যায়নি।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, অন্য নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা কাজ করছেন।
গত শনিবার বিকেলে ইঞ্জিনচালিত নৌকায় করে ১৭ জন যাত্রী পোপা হেডম্যান পাড়ায় যাচ্ছিলেন। পরে নৌকাটি নদীর পোপা খালের মোহনায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে স্রোতের টানে ডুবে যায়। এ সময় নৌকাচালকসহ অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তিনজন ডুবে যায়।
সৈকত দাশ/এফএ/জেআইএম