শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ২২টি যানবাহন নিয়ে ডাম্ব ফেরি আটকা
পদ্মায় নাব্যতা সংকট শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিং এলাকার বিকল্প চ্যানেলের মুখে ডুবোচরে ২২টি যানবাহন নিয়ে ডাম্ব ফেরি রানীক্ষেত আটকা পড়েছে। ফেরিটির তলা ফেটে ঝুঁকিপূর্ণভাবে পানি ঢুকছে। ফেরিটিতে ৬টি বাস, ২টি অ্যাম্বুলেন্স, ৬টি ট্রাকসহ ২০টি যানবাহন রয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ফেরিটি শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি যাবার পথে ডুবোচরে আটকা পড়ে। পরে ডুবাচর থেকে ছুটার চেষ্টা করলে ড্রেজারের বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে ফেরিটির তলদেশ ফেটে ঝুঁকিপূর্ণভাবে পানি ঢুকতে থাকে। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা ফেরিটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এছাড়া ফেরিটির পানির পাম্প লাগিয়ে পানি অপসারণের চেষ্টা চলছে।
এ দিকে হঠাৎ পানি কমে পদ্মায় নাব্যতা সংকটের কারণে গত ৪ দিন ধরে ব্যস্ততম শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। এতে উভয় ঘাটে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। এতে শ্রমিকরা ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে শিমুলিয়া রুটের কোস্টগার্ড কমান্ডার মো. মতিউর রহমান বলেন, ডুবোচরে ধাক্কা লেগে ফেরিটির তলা ফেটে ২টি কম্পাটমেন্টে পানি ঢুকেছিল। আমরা পানির পাম্প দিয়ে একটি খালি করেছি। পানি ফেলে দেয়ার পর ফেরিটিকে ঘাটে নেয়া হবে।
একেএম নাসিরুল হক/আরএ/এমএস