মানিকগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:১৯ পিএম, ১০ আগস্ট ২০১৮
প্রতীকী ছবি

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শিবালয় উপজেলার মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেনের পরিবারের সদস্য।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে মুশুরিয়া এলাকায় প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো-ঘ ১৩-০৯৬৬১) নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ প্রাইভেটকারের ৪ আরোহী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে ওসির বাসার গৃহপরিচারিকা আছিয়া বেগম মারা যান।

এছাড়া আহত ওসির স্ত্রী মোরশেদা খাতুন (৪৩), ছেলে ফায়াদ (২২) ও ভাই ওলিউল্লাহ (৬৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তাবে তারা শঙ্কামুক্তি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বি.এম খোরশেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।