মোবাইলে কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৫৭ পিএম, ১২ আগস্ট ২০১৮

মোবাইলে কথা বলতে বলতে ছয়তলা বাড়ির ছাদে থেকে পা পিছলে পড়ে দোলা কর্মকার (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে অবস্থিত বাড়িতে রোববার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাড়িটি জুয়েলার্সের মালিক রিপন কর্মকার ভুটানের। নিহত দোলা কর্মকার তার মেয়ে। সে স্থানীয় সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির ছাত্রী।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, স্কুলছাত্রী দোলা রাতে বাগির ছাদে উঠে মোবাইলে কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎ করে পা পিছলে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।