‘১৯৮১ সালে জোর করে শেখ হাসিনাকে দেশে আনা হয়’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৬ আগস্ট ২০১৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ১৯৭৫ সাল থেকে জিয়াউর রহমান ক্ষমতায় থাকা পর্যন্ত আমাদের শোক দিবস পালন করতে দেয়া হয়নি। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা জোর করে দেশের মাটিতে নিয়ে এসেছি। এরপর তিনবার প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। আমাদের শোক এখন শক্তিতে পরিণত হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশ বিভাগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা পুলিশ লাইনসে আয়োজিত সভায় পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শাহনেওয়াজ ও ডিআই ওয়ান মো. ইকবাল হোসেন প্রমুখ।

কাজল কায়েস/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।