ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বাঁধ এলাকায় নদীতে গোসল করতে নেমে নওশাদ আলী (১৯) নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামের ভুল্লী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানা পুলিশের এসআই রবিউল ইসলাম।
মৃত নওশাদ আলী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। ঠাকুরগাঁও শহরের শাহপাড়া এলাকার নবাব আলীর ছেলে তিনি।
এসআই রবিউল বলেন, দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় নওশাদ। গোসল করার একপর্যায়ে পানিতে তলিয়ে যান তিনি। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেয়। স্থানীয় জেলেদের নিয়ে প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রবিউল এহসান রিপন/এএম/জেআইএম