বেড়াতে গিয়ে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরা হলো না সাহেদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০২:৫২ পিএম, ২৩ আগস্ট ২০১৮

সাত বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলে করে রাঙ্গামাটি বেড়াতে এসেছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. সাহেদ (২০)। আসার পথে শহরের প্রবেশমুখে রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা (চট্ট মেট্রো-জ ১১-০১৬২) বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তার।

বৃহস্পতিবার দুপুরে মানিকছড়িতে এ দুর্ঘটনা ঘটে। শাহেদ রাঙ্গুনিয়া উপজেলার মোগল হাট ইউনিয়নের বাসিন্দা আবদুল কুদ্দুসের ছেলে।

একই মোটরসাইকেলে সাহেদের সঙ্গে থাকা তার বন্ধু মো. সুমন তালুকদার (২২) এবং মো. সোহেল সিকদার (২২) গুরুতর আহত হয়। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দীপংকর ভট্টাচার্য্য বলেন, আমাদের হাসপাতালে সড়ক দুর্ঘটনার তিনজন রোগীকে আনা হয়। এরমধ্যে দুইজনকে গুরুত্বর অবস্থা দেখে আমরা চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠিয়ে দেয়।

স্থানীয়রা জানান, পাহাড়িকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মানিকছড়ি পাহাড় দিয়ে নামার সময় প্রথমে একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। পরে অপর দিক থেকে আসা আরও তিনটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির।

রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের এসআই লিমন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।