দাড়িওয়ালা বনাম দাড়িছাড়া, পুরস্কার ষাড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১০:০১ পিএম, ২৩ আগস্ট ২০১৮

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পঞ্চাশোর্ধ্ব খেলোয়াড়দের অংশগ্রহণে এক জমজমাট হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে দাড়িওয়ালা বনাম দাড়িছাড়া দল অংশ নেন।

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ভিড় জমায় হাজারো দর্শক। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু দেয়া হয়েছে।

ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের দক্ষিণ করজনা গ্রামে এই খেলার আয়োজন করে স্থানীয় যুব সমাজ। বৃহস্পতিবার বিকেলে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের প্রত্যেকের বয়স ৫০ বছরের ওপরে হলেও তাদের খেলার নৈপুণ্য দেখে মুগ্ধ হন দর্শকরা।

Manik-3

খেলোয়াড়রা জানান, বিদেশি খেলার প্রভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। বহু বছর পর হাডুডু খেলায় অংশ নিতে পেরে অনেক খুশি তারা। দর্শকও তাদের খেলা পছন্দ করেছেন। আনন্দ-উল্লাসে পরিপূর্ণ ছিল মাঠ।

খেলার অন্যতম আয়োজক মো. আব্দুর রহিম বলেন, হাডুডু আমাদের জাতীয় খেলা। অথচ এই খেলা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে এবং ঈদে বাড়তি বিনোদন দিতে খেলাটির আয়োজন করা হয়।
খেলায় দাড়িওয়ালা দলকে ৩-২ পয়েন্টে হারিয়ে বিজয়ী হন দাড়িছাড়া দল। পরে বিজয়ী দলকে ষাঁড় গরুটি পুরস্কার দেয়া হয়।

বি.এম খোরশেদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।