দুর্নীতি মামলায় আলোচিত সেই জিএম কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৬ আগস্ট ২০১৮

দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন মামলায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস-২) আলোচিত সাবেক জেনারেল ম্যানেজার এবং বর্তমানে নাটোর পবিস-২ এর জেনারেল ম্যানেজার নিতাই কুমার সরকারকে (৫৬) জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

রোববার পাবনার বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ (বিজ্ঞ জেলা ও দায়রা জজ) মো. নুরুজ্জামানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে বিচারক তাকে জেল হাজতে পাঠান।

নিতাই কুমার সরকার নাটোর সদর উপজেলার দহতেবাড়িয়া গ্রামের মৃত নরেন্দ্রনাথ সরকার এর ছেলে। তার বর্তমান ঠিকানা ঢাকার কল্যাণপুরের কেয়ারী বুরুজ ৭/১, ফ্লাট নং ই/৭। তার বিরুদ্ধে ২২ লাখ ৮৮ হাজার ৮৬ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে গত বছরের ২৩ আগস্ট পাবনা থানায় মামলা করেন।

মামলার বাদী আবু বকর সিদ্দিক জানান, মামলার তদন্তকালে আসামির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে গত ২৯ মার্চ পাবনা থানার মাধ্যমে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারপূর্বক ভুয়া বায়না নামা দলিল সৃজন ও তা খাঁটি হিসেবে ব্যবহার করে পবিস-২ থেকে ১০ লাখ টাকা ঋণ গ্রহণ করার অভিযোগে সাঁথিয়া থানায় গত ২৬ জুন একটি মামলা করা হয়। এ মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন ওবায়দুল হক এবং আসামি নিতাই কুমার সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. শাহাবুদ্দীন সবুজ।

একে জামান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।