ঝিনাইদহে অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক
ঝিনাইদহ থেকে ৩টি হাতবোমা, অস্ত্র-গুলি ও ইয়াবাসহ সাইফুল ইসলাম পাভেল (২৮) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে শহরের আরাপপুর থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক পাভেল জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানা পুলিশ বুধবার ভোরে শহরের আরাপপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পাভেলকে মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তার মোটরসাইকেল ও দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ৩টি হাতবোমা ও ৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে শহরের আদর্শপাড়া থেকে ৩০ পিস ইয়াবাসহ ঝন্টু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এছাড়া ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর