ঢাকা-বগুড়া মহাসড়কে ৭ কি.মি. যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৯ আগস্ট ২০১৮

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা ঘিরে ঢাকা-বগুড়া মহাসড়কের অন্তত ৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার দুপুরে মহাসড়কের নলকা ব্রিজ থেকে সাহেবগঞ্জ বাজার পর্যন্ত এ যানজট দেখা দিয়েছে। যানজটের কবলে পড়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে শত শত যানবাহন আটকা পড়ে আছে।

Sirajgonj-Janjot-1

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের দক্ষিণের ব্রিজে একটি সড়ক দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনকে মহাসড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে অতিরিক্ত গাড়ির চাপের কারণে কিছুটা যানজটের রেশ রয়ে গেছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।