নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ খাদে পড়লো বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ৩০ আগস্ট ২০১৮

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার কেয়টখীরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি শিমুলিয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফুজ্জামান জানান, মহাসড়কের কেয়টখীরা এলাকায় ঢাকাগামী মধুমতী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।