জামিনে বের হয়েই যুবলীগ নেতার শোডাউন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:৩০ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৮

হত্যা মামলায় জামিন পেয়ে বের হয়েই মোটরসাইকেলের বিশাল শোডাউন ও পথসভা করেছেন ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকার।

যুবলীগ কর্মী আলম হত্যা মামলায় ৪০ দিন কারাভোগের পর শুক্রবার সন্ধ্যায় জামিনে মুক্তি পান তিনি।

সন্ধ্যায় রাজিব সরকার জামিনে মুক্ত হয়ে ঈশ্বরদী পৌঁছালে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলের বিরাট শোডাউন করেন। পরে ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকার, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান প্রমুখ।

৪০ দিন কারাভোগের পর বৃহস্পতিবার হাইকোর্ট রাজিবের জামিন মঞ্জুর করেন। পরে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এ যুবলীগ নেতা ঈশ্বরদীতে আসেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড়ে যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে দুর্বৃত্তরা। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ১১দিন পর ২১ আগস্ট আলম মারা যান তিনি।

এ ঘটনায় আলমের স্ত্রী রূপা খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। যুবলীগ নেতা রাজিব সরকারকে ওই মামলার প্রধান আসামি করা হয়েছিল।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।