ভাঙ্গুড়ায় আ.লীগ নেতাকে পিটিয়ে জখম
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল হোসেনকে (৬২) পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
শনিবার সকালে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের তরুণসঙ্গ খেলার মাঠে এ হামলার ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত ফয়াজ প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বেলাল হোসেন বেতুয়ান বাজার থেকে চা খেয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বেতুয়ান গ্রামের তরুনসঙ্গ খেলার মাঠে এলে কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাথাড়ি লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একে জামান/এফএ/আরআইপি