সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীর নামে ছাত্রলীগের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

স্থানীয় আওয়ামী লীগের অফিসে হামলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের অভিযোগ এনে সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপির ৪৬ নেতাকর্মীর নামে মামলা করেছে ছাত্রলীগ।

শনিবার রাতে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ তালুকদার বাদী হয়ে বিএনপির ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ নেতাকর্মীকে আসামি করে মামলাটি করেন।

কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ৪৬ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন- কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, তার ভাই বিপ্লব হোসেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি টমাস হোসেন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও তার ভাই নবির হোসেনসহ মোট ৪৬ জন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গতকাল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজিপুর উপজেলার চালিতা ডাঙ্গায় বিএনপির নেতার্কীরা সমবেত হয়ে মিটিং করে। পরে তারা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ তালুকদার বাদী হয়ে মামলাটি করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, গত ৩১ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে। এ সময় আমার মা শ্যামলী আফজাল, ভাগ্নি জামাতা বোরহান উদ্দিন ও বোন পারভীনকে কুপিয়ে আহত করা হয়। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।