সিরাজগঞ্জে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে কমলা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কমলা বেগম ওই গ্রামের তাহের প্রামানিকের স্ত্রী।
স্থানীয়রা জানান, বৃদ্ধা কমলা তার প্রতিবেশী গরু ব্যবসায়ী রোম মোল্লার কাছে টাকা পেতেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে টাকা চাইতে রোম মোল্লার বাড়িতে যান তিনি। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে রাত ৮টার দিকে রোম মোল্লার বাড়ির পেছনের গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
নিহতের স্বামী তাহের প্রামানিকের দাবি, ধারের টাকা চাইতে গেলে কমলাকে মারপিট ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ গোপন করে রাখে রোম মোল্লা। রাতে গাছে তার মরদেহ ঝুলিয়ে রাখে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর