হেলমেট পরলে পাবেন তেল 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮

হেলমেট বিহীন মোটরসাইকেল চালককে তেল না দেয়ার নির্দেশ দিয়েছে ট্রাফিক পুলিশ। বুধবার জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মীর গোলাম ফারুক পাম্প মালিকদের এ নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কে দুর্ঘটনার ক্ষতি কমাতে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের কাছে জ্বালানি তেল বিক্রি না করার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছেন এবং তারা হেলমেট না থাকলে তেল না সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। ফেনীতে ছোট বড় ১৮টি পেট্রোল পাম্প রয়েছে। এসব পাম্পে প্রতিদিনই হাজার হাজার মোটরসাইকেল আরোহী জ্বালানি তেল সংগ্রহ করে থাকেন।

এদিকে সকাল থেকে বিশেষ অভিযান শুরু করে ট্রাফিক পুলিশ। সঠিক কাগজপত্র ও হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আর যেসব চালক ট্রাফিক আইন মানছেন না মামলা দিয়ে গাড়ি জব্দ করছে পুলিশ। অন্যদিকে বিভিন্ন পেট্রোল পাম্পে হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীকে তেল না নিয়ে ফিরে যেতে দেখা গেছে। 

হাজী নজির আহম্মদ ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী নূর উদ্দিন জানান, প্রশাসনের নির্দেশনা মোতাবেক আমরা হেলমেট বিহীন মোটর সাইকেল আরোহীর কাছে সব ধরণের জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। জেলা ট্রাফিক পুলিশেল ইনচার্জ গোলাম ফারুক বলেন, দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটির মাধ্যমে জনসচেতনার পাশাপাশি দুর্ঘটনা কমবে।

আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।