ব্যবসায়ীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে টাকা ও স্বর্ণালংকার লুট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে একটি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গাংমাথালপাড়া ধান চাতাল ব্যাবসায়ী সহির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির কেচি গেট কেটে ঘরে ঢুকে দুষ্কৃতিকারীরা টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

ব্যাবসায়ী সহির উদ্দিন জানান, রাত ২টার দিকে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল বাসার মেইন গেটের গ্রিল কেটে ড্রইং রুমের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সদস্যদের বেঁধে রেখে আলমারি থেকে নগদ ৮ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।