সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
ফাইল ফটো
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৭) মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকা-রাজশাহী রেলসড়কের সদানন্দপুর শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকা এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ইউসুফ দেওয়ান রাজু/আরএস