মৌলভীবাজারে আগুনে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে ভয়াবহ আগুনে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনে পাশের একটি বহুতল ভবনের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ওসমানীনগর, নবীগঞ্জ ও মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয়রা জানান, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে হাজী আলতাফুর রহমানের মালিকানাধীন একটি মার্কেটের তুলার মিলে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মৌলভীবাজার, নিকটবর্তী সিলেটের ওসমানীনগর ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জাকির হোসেনের তুলা মিল, আব্দুল মালিকের পোল্টি দোকান, একটি রাইসমিল, নাসির মিয়ার ক্রোকারিজ দোকানসহ ৬টি দোকান এবং লেবাস মিয়ার ৪ তলা ভবনের আংশিক ক্ষতি হয়েছে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আলাউদ্দিন মনির জানান, অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে এবং একটি বহুতল ভবনের আংশিক ক্ষতি হয়েছে। অন্তত ৩০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রিপন দে/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।