রাস্তার পাশে যুবকের মরদেহ
পাবনার আটঘরিয়া উপজেলায় চঞ্চল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার কাঠগড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত চঞ্চল বাদশা উপজেলার দেবোত্তর ইউনিয়নের দড়ি নাজিরপুর গ্রামের রওশাদ সরদারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সোমবার রাত ১টার দিকে চঞ্চল বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তিনি বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে জালালের ঢাল থেকে গোড়রী যাওয়ার পথে কাঠগাড়া এলাকায় রাস্তার পাশে চঞ্চলের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহ উদ্ধারের সময় চঞ্চলের কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। তিনি মাদকসেবী ছিলেন। এর আগে আটঘরিয়া থানা পুলিশ তাকে ৩-৪ বার আটক করেছিল। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা বোঝা যাচ্ছে না।
তার শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি আনোয়ার হোসেন।
একে জামান/আরএ/পিআর