যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮

যশোরের বেনাপোল থেকে মিন্টু শেখ (৩৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মিন্টু বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আকুব্বারের ছেলে।

মঙ্গলবার সকালে বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান চৌধুরী বলেন, খুলনার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিন্টু দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামি মিন্টুকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

মো. জামাল হোসেন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।