হাকালুকিতে দেড় লাখ টাকার অবৈধ জাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮

মৌলভীবাজারের হাকালুকি হাওর থেকে মাছ ধরার দেড় লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে কুলাউড়া উপজেলা মৎস্য অফিস।

মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাকালুকি হাওরের কুলাউড়া অংশে উপজেলার ভাটেরা ইউনিয়নের আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা সহকারী মৎস্য কর্মাকর্তা মীর আলতাফ হোসেন, মাঠ সহকারী কর্মকর্তা আলমগীর সরকার এবং এলাকার সচেতন নাগরিকরা।

এ সময় মাছ ধরার বিভিন্ন ধরেন দেড় লাখ টাকার জাল জব্দ
করা হয়। পরে জব্দকৃত জাল কেটে নষ্ট করে দেয়া হয়।

কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ জাগো নিউজকে জানান, এসব জাল ব্যবহারের কোনো অনুমতি নেই। এই জাল ব্যবহার করে বিভিন্ন মাছের সঙ্গে পোনা মাছও ধরা হচ্ছিল। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

রিপন দে/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।