মেয়ের গায়ে হলুদের দিন মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৫১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

বাইরে চলছে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। সবাই হই-হুল্লোড় আর আনন্দ করতে ব্যস্ত। আর ঘরের ভেতরেই কাজ করছিলেন মা হাজেরা খাতুন (৪৮)। এ সময় হঠাৎ করেই অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। মুহূর্তেই বিয়ে বাড়ি পরিণত হয় শোকের বাড়িতে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউপির ২নং ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদ নগর এলাকার মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হাজেরা খাতুন (৪৮) ছোট মেয়ের গায়ে হলুদের বিভিন্ন কাজ করতে গিয়ে নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।