জামিনের পর কারা ফটকেই গ্রেফতার বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১২:০০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

শেরপুরের বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন দুলালকে কারা ফটক থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় শেরপুর জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, একটি নাশকতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দায়ের করা হত্যাচেষ্টার মামলার আসামি হিসেবে দীর্ঘদিন জেলহাজতে ছিলেন মোশারফ হোসেন দুলাল। রোববার তিনি আদালত থেকে জামিন পান। কিন্তু সদর থানা পুলিশ অপর একটি নাশকতার মামলায় জেলা কারগার থেকে বের হওয়ার মুখে তাকে জেলগেট থেকেই আবার গ্রেফতার করে।

হাকিম বাবুল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।