হাকালুকিতে ৫ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস
মৌলভীবাজারের কুলাউড়ায় টাস্কফোর্সের অভিযানে ৫ লাখ টাকার অবৈধ জাল আটকের পর পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কুলাউড়া উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ বিভাগের সমন্বিত টাস্কফোর্স এ অভিযান পরচালনা করে।
অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ, উপজেলা মৎস্য অফিসার মো. সুলতান মাহমুদ, সহকারী মৎস্য অফিসার, ক্ষেত্র সহকারী এবং এসআই বাবুলের নেতৃত্বে কুলাইড়া থানা পুলিশ।
অভিযানকালে উপজেলার গুগালিছড়া, চকিয়া, গৌড়কুড়ি, কাংলি বিলসহ হাকালুকি হাওরের কুলাউড়া অংশের সকল অবৈধ জাল আটক করা হয়। পরে আটক জাল পোড়ানো হয় যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা।
কুলাউড়া উলজেলা মৎস কর্মকর্তা সুলতান মাহমদু এ অভিযানের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, অবৈধ জাল ধরতে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।
রিপন দে/এফএ/পিআর