ধানখেত থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৮:২২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ধানখেত থেকে মো. ইসমাইল খান (৫৮) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

শনিবার উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশারীবুনিয়া গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসমাইল খান ওই এলাকার মৃত আব্দুল খানের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল সকালে মাছ ধরতে বের হয়ে আর ফেরেনি। বিকেলে একই এলাকার মো. হেমায়েত উদ্দিন চৌকিদার তার বাড়ির পাশের ধানখেতে ইসমাইলের মরদেহ দেখতে পান। পরে এলাকাবাসীর সহায়তায় মরদেহ বাড়িতে নিয়ে এলে থানা পুলিশ সন্ধ্যায় সেখান থেকে মরদেহ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।

হাসান মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।