সাতক্ষীরায় মদ পান করে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শুকতিয়া এলাকায় মদ পান করে কামাল গাজী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোর ৪টার দিকে তিনি মারা যান।

নিহত কামাল গাজী শুকতিয়া গ্রামের আব্দুল গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে পার্শ্ববর্তী মৃত ফকর সরদারের ছেলে খলিল সরদার ও জামাল গোলদারের ছেলে সালাম গোলদার কামালকে মাছের ঘেরে ডেকে নিয়ে যান। সেখানে তারা বিদেশি মদ পান করেন।

অতিরিক্ত মদ পান করার কারণে কামাল গাজী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে খলিল সরদার তাকে বাড়িতে দিয়ে যান। এরপর পরিবারের সদস্যরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জাগো নিউজকে বলেন, সদর হাসপাতাল থেকে মৃতের মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। অতিরিক্ত মদ পানের ফলে স্ট্রোক হতে পারে এটা অস্বাভাবিক নয়। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।