ধানখেতে বৃদ্ধের মরদেহ
সাতক্ষীরার তালা উপজেলায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার তেঁতুলিয়া এলাকার একটি ধান খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে মরদেহের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি গত এক সপ্তাহ যাবৎ তেঁতুলিয়া এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। আজ এলাকার একটি ধান খেতে তার মরদেহটি পড়েছিলো। সকালে খেতের মালিক মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
আকরামুল ইসলাম/আরএ/জেআইএম