ধাক্কার পর চাপা দিলো ট্রাক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকচাপায় তাসনিমা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।
নিহত তাসনিমা হবিগঞ্জ জেলার মীরপুর এলাকার চারিগ্রামের শিবলু মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার ভৈরববাজার-মুন্সিবাজার সড়কের মৃতিংগা চা বাগানের সামনের রাস্তা দিয়ে তাসনিমা, তার স্বামী ও সন্তান মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন৷
এ সময় বালুভর্তি একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তাসনিমা ছিটকে পড়ে যান। পরে ট্রাকটি তাসনিমাকে চাপা দিয়ে চলে যায়৷ এতে ঘটনাস্থলেই তাসনিমার মৃত্যু হয় ৷
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে ৷
রিপন দে/এফএ/আরআইপি