পঞ্চগড় ছিটমহলে ৫টি ইউনিয়নের দাবি


প্রকাশিত: ০২:২১ পিএম, ১২ আগস্ট ২০১৫

পঞ্চগড় জেলায় সদ্য বিলুপ্ত ৩৬টি ছিটমহল এলাকায় পাঁটি ইউনিয়ন পরিষদ গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নব গঠিত নাগরিক অধিকার সমন্বয় কমিটি। বুধবার বিকেলে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত দাবিনামা পাঠ করেন নাগরিক অধিকার সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মফিজার রহমান। এসময় অন্যদের মধ্যে আলতাফুর রহমান, সপিকুল ইসলাম কাজল, মোখলেছার রহমান, তছলিম উদ্দীন, আব্দুল খালেক, আবুল কাশেম, সফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে জেলার অভ্যন্তরে সদ্য বিলুপ্ত বিভিন্ন ছিটমহলের নাগরিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পঞ্চগড় জেলায় ভারতের ৩৬টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে আয়তনে এক বা একাধিক ছিটমহল একত্রিত করে পাঁচটি ইউনিয়ন পরিষদ গঠনের দাবি করা হয়।

এগুলো হলো সাবেক গারাতি ছিটমহল, নাজিরগঞ্জ ও দইখাতা ছিটমহল, শালবাড়ি ছিটমহল, কাজলদিঘী, নাটকটোকা ও বেহুলাডাঙ্গা ছিটমহল এবং দখলা খাগড়াবাড়ি, বালাপাড়া ও কোটভাজনী ছিটমহল।

নাগরিক অধিকার সমন্বয় কমিটির নেতারা বলেন, আমরা দীর্ঘ ৬৮ বছর পর বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছি। আমরা এখন স্বাধীন বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ সরকার ছিটমহল এলাকার উন্নয়ন কাজ শুরু করবে। অন্য ইউনিয়ন পরিষদের সঙ্গে সংযুক্ত করলে আমরা সঠিক উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছি। আমাদের দাবি, বর্তমান সরকার আমাদের বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে। এখন আমাদের ইউনিয়ন পরিষদ দিয়ে সরকার আমাদের শেষ ইচ্ছা পূরণ করবে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।