পঞ্চম নিলামে বিক্রি হলো ৭০ কোটি টাকার চা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পঞ্চম চা নিলাম সম্পন্ন হয়েছে। পঞ্চম নিলামে উত্তোলন করা হয় ২২ লাখ ৯০ হাজার ৭৫০ কেজি চা পাতা। যার মূল্য প্রায় ৭০ কোটি টাকা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে চায়ের বায়ার ও ব্রোকার্সরা এতে অংশ নেন। শ্রীমঙ্গলে অবস্থিত টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) উদ্যোগে এ নিলাম অনুষ্ঠিত হয় ৷

সোমবার দিনব্যাপী ‘টি ট্রেডার্স অ্যান্ড প্লান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত চা নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও ৮টি ব্রোকার হাউস অংশ নেয়।

পঞ্চম নিলামে শুরুতেই ইউনিটি ব্রোকার্সেএর নিলাম ডাক দিয়ে নিলামের কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, চায়ের প্রথম নিলামে চা ওঠে ৫ লাখ ৫৭ হাজার কেজি, দ্বিতীয় নিলামে ১২ লাখ ৮৮ হাজার ৬৫০ কেজি ও তৃতীয় নিলামে উত্তোলন করা হয় ১৮ লাখ ৪ হাজার কেজি, চতুর্থ নিলামে ২২ লাখ ১১ হাজার ৫৫০ কেজি ও পঞ্চম নিলামে ২২ লাখ ৯০ হাজার ৭৫০ কেজি চা পাতা।

পঞ্চম নিলামে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে চা বাগান মালিক ও বিভিন্ন চা বাগানের পরিচালক, ব্যবস্থাপক এবং টি ট্রেডার্স অ্যান্ড প্লান্টারস অ্যাসোসিয়েশন নেতারা অংশ নেন।

রিপন দে/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।