আলেমদের প্রতি সবসময় আন্তরিক প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮

আলেম ওলামাদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তরিক ছিলেন। শেখ হাসিনাও সবসময় আন্তরিক ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

শনিবার সকালে ঈশ্বরদী আমবাগানে জামি’আ ছিদ্দীকিয়া (লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা) প্রাঙ্গণে কওমি শিক্ষা কারিকুলামে সর্বোচ্চ স্তরে দাওয়ায়ে হাদীসকে (তাকমীল) সরকারিভাবে মাস্টার্সের সম্মান প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যৌক্তিক ও যুক্তিসংগত ইসলামী শিক্ষার স্বীকৃতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় সংসদে বিল আকারে প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী ব্যক্তিজীবনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহাজ্জুত ও ফজরের নামাজ আদায় শেষে জায়নামাজে বসে কোরআন তিলাওয়াতের পর প্রতিদিনের রুটিন মাফিক রাষ্ট্রীয় কাজ শুরু করেন বলেও জানান তিনি।

মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, প্রকৃত মানুষ গড়ার কারিগর শিক্ষকরা। সব অশান্তির সমাধান রয়েছে ইসলাম ধর্মে। তাই সংশ্লিষ্ট আলেম ওলামাদের সমাজে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি না করে কোরআন ও হাদিস অনুসরণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস ও অধ্যক্ষ আল্লামা সামছুদ্দিন বুখারীসহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও মানপত্র পাঠ করেন মাওলানা আ. হাই নাটোরী।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।