সাতক্ষীরায় ২ মাদক পাচারকারীর যাবজ্জীবন
সাতক্ষীরায় ট্রাক ভর্তি ফেনসিডিল পাচার মামলায় দুই মাদক পাচারকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার দুপুরে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক অরুনভ চক্রবর্তী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদপুরের মধুখালী থানা ভূষণদিয়া উত্তরপাড়া গ্রামের মৃত দ্বীন মোহাম্মাদ শেখের ছেলে শহীদুল ইসলাম ও কুষ্টিয়া জেলার মজমপুর এলাকার বাবু আলীর ছেলে মেহেদী হাসান সুমন। সুমন বর্তমানে যশোরের কোতোয়ালি থানাধীন চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট ফাহিমুল হক জানান, ২০০৬ সালে পহেলা নভেম্বর রাতে একটি মিনি ট্রাকে পাচারের সময় সাতক্ষীরার আলিপুর নাথপাড়া এলাকা থেকে ৬ হাজার বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করে র্যাব-৬। এ ঘটনায় র্যাব-৬ এর ডিএডি রেজাউল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
আকরামুল ইসলাম/আরএ/এমএস