মাদক মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড
পটুয়াখালীতে একটি মাদক মামলায় মো. ইমরান বয়াতী (২৩) নামে এক যুবককে পাচঁ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এর পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রোববার দুপুরে আসামির অনুপস্থিততে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. শহিদুলাহ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাড. আরিফুল হক টিটো জানান, ২০১৭ সালের ২০ আগস্ট মহিপুরের শেখ রাসেল সেতু এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ মো. ইমরান বয়াতীকে (২৩) আটক করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান আদালতে চার্জসিট দেয়। আজ পাচঁ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দোষীসাব্যস্ত হওয়ায় তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন আদালত।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ/পিআর