পুলিশের কাছ থেকে জামায়াত নেতাকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০১ অক্টোবর ২০১৮

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের চরপাড়া গ্রামে থেকে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদকে ছিনিয়ে নিয়েছেন এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা।

জামায়াত নেতা আলাউদ্দিন উপজেলার ভেংড়ী গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় সন্ত্রাস ও নাশকতায় ২০টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চরপাড়া গ্রামের হাজী জয়নাল আবেদীনের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদের উপস্থিত থাকার খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশের এসআই রিপনসহ ছয়জন পুলিশ সদস্য বাড়িটি ঘেরাও করে।

এ সময় পুলিশের হাতে গ্রেফতার হন জামায়াত নেতা আলাউদ্দিন। পুলিশ তাকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তোলার সময় কয়রা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকার নেতৃত্বে আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মী বাধা দেন। একপর্যায়ে আজাদকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান তারা।

এ সময় হামলাকারীদের হাতে পুলিশ সদস্যরা লাঞ্ছিত হন। এ ঘটনার পর ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহমেদ বলেন, জামায়াত নেতা আজাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ২০টি মামলা রয়েছে। তাকে উপজেলার কয়রা চরপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় কয়রা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকার নেতৃত্বে একদল আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মী বাধা দেন। তারা আজাদকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান।

ওসি বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ছিনতাইকারী জামায়াত নেতাকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।