গাজীপুরে বাসচাপায় কিশোরীর মৃত্যু
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বৃহস্পতিবার সকালে বাসচাপায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত লিপি আক্তার (১৭), উপজেলার টোক এলাকার চাঁন মিয়ার মেয়ে।
কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ এলাকাবাসীর বরাত দিয়ে জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের টোক বাজারের কাছে রাস্তা পার হচ্ছিলো লিপি। এসময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমআরআই