রাকিবের পরিবারের সঙ্গে দেখা করবেন খালেদা


প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৩ আগস্ট ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিনিয়ত শিশু রাকিব হত্যা মামলার এবং পরিবারে খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া দ্রুত সময়ের মধ্যে তিনি নিহত রাকিবের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।  

তিনি আরো জানান, শিশু রাকিব হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে তিনি নিহত শিশুর পরিবার ও মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার দুপুরে নগর বিএনপির পক্ষ থেকে নিহত রাকিবের মা লাকি বেগমকে রিকশা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

মঞ্জু আরো বলেন, বর্তমান অবৈধ সরকারের আমলে শিশু, নারী এবং বৃদ্ধ কেউই নিরাপদ নয়। এ আমলে রাষ্ট্রের আইন-শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। তারই ধারাবাহিকতায় শিশু রাকিব খুন হয়েছে। নিহত শিশু রাকিবের পরিবারের পাশে আছে এবং আগামীতে থাকবে বলেও জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিটি মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জান মোর্তজা, জাফরুল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম মেঝভাই প্রমুখ।

আলমগীর হান্নান/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।