পাবনায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ফাইল ছবি
পাবনা সদর উপজেলার টেবুনিয়ার অদূরে পাবনা-ঈশ্বরদী রেল রুটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৭টার দিকে টেবুনিয়ার ক্ষুদ্র মাটিয়াবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পাবনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূবির দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
একে জামান/আরএআর/এমএস