‘আ.লীগ শিক্ষাবান্ধব সরকার’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় মাদরাসার পূর্ণাঙ্গ নীতিমালায় স্বাক্ষর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

বৃহস্পতিবার সকালে জেলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে সদর উপজেলা পশ্চিম চরমনসা খাজা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় এ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব। এ সরকার দেশের ১৮ হাজারের মধ্যে ১৫১৯টি ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ভাতা দিয়ে আসছেন। আশা করি এ নীতিমালা অনুযায়ী বাকি শিক্ষকরাও সরকারি ভাতার আওতায় আসবেন। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদানে অনুমতি, একাডেমিক স্বীকৃতি, মাদরাসা পরিচালনা, অনুদান ও বেতন ভাতাদির পূর্ণাঙ্গ নীতিমালা স্বাক্ষর করায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ও শিক্ষা সচিবকে অভিনন্দন জানান তারা।

সদর উপজেলা কমিটির সভাপতি মো. আবদুর রবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাইফ উল্লাহ্ হেলাল।

কাজল কায়েস/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।