ইয়াবাসহ নারী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

বেনাপোলে ১৬৫ পিস ইয়াবাসহ রাশেদা বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পোর্ট থানার কাগজপুকুর এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাশেদা যশোরের রেলগেট এলাকার আলমগীর মোল্যার স্ত্রী।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সূত্রে জানা যায় এক নারী ইয়াবা ব্যবসায়ী কাগজপুকুর এলাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে যশোরের দিকে যাবে। ওই সংবাদের ভিত্তিতে বিজিবির হাবিলদার কেরামত আলী নেতৃত্বে বিজিবি সদস্যরা কাগজপুকুর এলাকায় অভিযান চালায়। এসময় ১৬৫ পিস ইয়াবাসহ রাশেদা বেগমকে আটক করতে সক্ষম হন তারা।

উদ্ধারকৃত ইয়াবাসহ রাশেদাকে মাদক আইনে মামলা করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

মো.জামাল হোসেন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।