ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার
রাজশাহীর পুঠিয়ায় ২১০ পিস ইয়াবাসহ ইউনিয়ন যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম ওরফে সেন্টুকে (৪২) গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার সহযোগী মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকেও (২৫) গ্রেফতার করা হয়। রোববার দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার বিকেলে উপজেলার শিলমাড়িয়া-সাতবাড়িয়া এলাকা থেকে শরিফুলকে গ্রেফতার করে র্যাব। তিনি সাতবাড়িয়া এলাকার মৃত জফের আলীর ছেলে এবং শিলমাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির পদে রয়েছেন। আর গ্রেফতার আলমগীর উপজেলার কানমাড়িয়া গ্রামের মৃত হেদায়াত উল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দীন আহম্মেদ বলেন, আটককৃত যুবলীগ নেতা সেন্টু ও তার অন্যতম সহযোগী আলমগীর ডিস ব্যবসার আড়ালে দীর্ঘ দিন ধরেই মাদকের ব্যবসা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে র্যাব -৫ রাজশাহীর একটি দল। এ ঘটনায় রাতে পুঠিয়া থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র্যাব। রোববার দুপুরের দিকে দুজনকে আদালতে নেয়া হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।
ফেরদৌস সিদ্দিকী/আরএ/পিআর