হিলিতে জুট মিলে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৮ অক্টোবর ২০১৮

দিনাজপুরের হিলিতে একটি জুট মিলে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ হাজার মণ পাট পুড়ে গেছে। সোমবার সকাল ৮টার দিকে হিলি স্থল বন্দরের অদূরে ছোট ডাঙ্গাপাড়ায় আরনু জুট মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরনু জুট মিলের মালিক শেখ শাফি বলেন, সোমবার ভোর ৬টায় মিলের প্রথম শিফট চালু হয়। পরে সকাল ৮টার দিকে মিলের ভেতরে আগুন লাগে। মিলের ভেতরে পেছনের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর দ্রুত আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মিলের ভেতরে থাকা প্রায় ১০ হাজার মণ পাট পুড়ে যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা । এ ছাড়াও মিলের অন্যান্য জিনিসেরও ক্ষতি সাধন হয়েছে।

হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান খালেদ বিন ওয়ালিদ বলেন, জুট মিলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনের যান্ত্রিক সংঘর্ষের কারণে মিলে আগুন লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।