হাজার বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১০:১০ পিএম, ১০ অক্টোবর ২০১৮

জয়পুরহাট সদর উপজেলার শেখ পাড়া বেলতলী এলাকা থেকে ১ হাজার ১১ বোতল ফেনসিডিলসহ জলিল মন্ডল (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

গ্রেফতার জলিল মন্ডল জয়পুরহাট সদর উপজেলার ভানাইকুশিলিয়া শেখপাড়া গ্রামের মৃত হোসেন আলী মন্ডলের ছেলে।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার আবুল খায়ের জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জলিল মন্ডল দীর্ঘদিন ভারত থেকে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

রাশেদুজ্জামান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।