স মিলের চলন্ত করাতের ওপর পড়ে গেলেন মঞ্জু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১১ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে করাত মিলে কাটা পড়ে মঞ্জু হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জু হোসেন কালিয়াকৈর উপজেলার চা বাগান এলাকার মৃত ইজুমিয়ার ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় সোহরাব হোসেনের করাত মিলে বৃহস্পতিবার বিকেলে কাঠ চেরাই করছিলেন মঞ্জু হোসেনসহ কয়েকজন শ্রমিক। কাঠ চেরাই করার একপর্যায়ে হঠাৎ পা ফসকে স মিলের চলন্ত করাতের ওপর গিয়ে পড়েন মঞ্জু। এতে স মিলের করাতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।