গেলেন ফুফুর লাশ আনতে, ফিরলেন নিজেই লাশ হয়ে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ১০:১২ পিএম, ১১ অক্টোবর ২০১৮

মহিপুরের এক ব্যবসায়ী পটুয়াখালী থেকে ফুফুর লাশ আনতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরেছেন। লাশবাহী গাড়ির সঙ্গে মোটরসাইলযোগে মহিপুরের উদ্দেশ্যে আসছিলেন তিনি।

পথে এক নারী রাস্তা পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে সড়কের পাশের গাছের ওপর উঠিয়ে দেন তার মোটরসাইকেল। এ সময় আসাদুজ্জামান আসাদ (২৮) ঘটনাস্থলেই নিহত হন। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী এলাকার ঘটখালী উশ্যিতলায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদের পরিবার জানান, পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ফুফু সুফিয়া বেগম (৬০) বৃহস্পতিবার বিকেলে মারা যান। তার লাশ নিয়ে আসার জন্য পটুয়াখালীতে যান আসাদ। পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহত আসাদ মহিপুরের মৎস্য ব্যবসায়ী ফজলুল হক হাওলাদারের ছেলে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।