পাবনায় দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৪:৫৬ এএম, ১৪ অক্টোবর ২০১৮

দুর্বৃত্তের হামলার গুরুতর আহত হয়েছেন বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের পাবনা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপন (৬৫)। শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের সহকর্মীরা জানান, প্রেস ক্লাব থেকে রিকশাযোগে শহরের কফিল উদ্দিন পাড়ায় ভাড়া বাসায় ফিরছিলেন সাংবাদিক হাবিবুর রহমান স্বপন। রাত ১১টার দিকে শহরের সেবা হাসপাতালের সামনে পৌঁছামাত্র হেলমেট পরিহিত মোটরসাইকেলে তিনজন আরোহী রিকশার গতিরোধ করে তাকে এলপাথাড়ি মারপিট করে। এতে তার মাথায় ফেটে যায় এবং বাম হাত ভেঙে। স্বপনের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহত সাংবাদিকের খোঁজ নেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, কারা, কী কারণে সাংবাদিক স্বপনের উপর হামলা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে হামলাকারীদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী।

সাংবাদিক স্বপনের উপর এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ ও সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন। তারা অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশের প্রতি অনুরোধ জানান।

একে জামান/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।