এবার লাশ হয়ে ফিরলেন আব্দুল মতিন
নেত্রকোনায় নিখোঁজের দুই দিন পর মো. আব্দুল মতিন (৭৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার বোবাহালা গ্রামের সামনে সুমেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মতিন দুর্গাপুর উপজেলার শ্রীরামখিলা গ্রামের বাসিন্দা। গত শুক্রবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।
পুলিশ জানায়, মো. আব্দুল মতিন দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ থাকতেন আবার ফিরে আসতেন। গত শুক্রবার সকালে তিনি নিজ বাড়ি থেকে বের হন। এরপর বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ নেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন সদর উপজেলার বোবাহালা গ্রামের সামনে সুমেশ্বরী নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের পরিবার মরদেহটি আব্দুল মতিনের বলে শনাক্ত করে।
নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আব্দুল মতিন পানিতে ডুবে মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কামাল হোসাইন/আরএআর/জেআইএম