বিএনপি-ছাত্রদলের পাঁচ নেতাকর্মীর ১০ বছরের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে সংসদ সদস্য রাব্বানীর বাড়িতে হামলার মামলায় বিএনপি ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার জনাকীর্ণ আদালতে এ রায় দেন। ২০১৩ সালের ২ ডিসেম্বর জেলার শিবগঞ্জে সরকার দলীয় সংসদ সদস্য গোলাম রাব্বানীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় তাদের এ দণ্ড দেয়া হয়।
দণ্ডিতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বিএনপি নেতা সেতাউর রহমান, শরীফুল ইসলাম, রবিউল ইসলাম ওরফে টুটুল এবং ছাত্রদলকর্মী মৃণাল হোসেন ও ইয়াসির আরাফত। রায় সময় আসামিরা আদালতের উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৪ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) এন্তাজুল হক বাবু রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন। তিনি বলেন, ২০১৩ সালের ২ ডিসেম্বর দুপুরে দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন চাঁপাইনবাবগঞ্জের কানসাটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানীর বাড়িতে হামলা করে অবরোধকারীরা। কানসাটের পুকুরিয়া এলাকায় রাব্বানীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিএনপি ও জামায়াতের কর্মীরা। এছাড়া রাব্বানীর বড় ভাই আবু বাক্কার সিদ্দিকীর বাড়িতেও আগুন দেয় তারা। হামলার সময় ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।
রাব্বানীর বাড়িতে দেয়া আগুনে ট্রাক, প্রাইভেট কার, কয়েকটি মোটরসাইকেলসহ অনেক আসবাবপত্র পুড়ে যায়। পরে নাশকতার এ ঘটনায় শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাণী ইসরাইল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
মামলাটি নিষ্পত্তির জন্য পরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হয়।
মামলায় অ্যাডভোকেট এনামুল হক আসামিপক্ষে আইনজীবী ছিলেন।
ফেরদৌস সিদ্দিকী/আরএ/আরআইপি